বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দিনে-দুপুরে চোরাই গরুবাহী একটি অটোরিকশা (সিলেট-থ-১২-২৭০৩) গাড়িসহ দুইজনকে আটক করে পুলিশে দিলেন জনতা। আটককৃতরা হলেন- উপজেলার কালিজুরি এলাকার বাসিন্দা মনছুর আলীর ছেলে ছাদিক মিয়া (২৮), সিলেট কোতয়ালী থানার আখলিয়া এলাকার বাসিন্দা আরশ আলীর ছেলে অটোরিকশা চালক দিলোয়ার (২৬)। আজ সোমবার দুপুরে উপজেলা সদরের বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের আঙ্গারুকা ব্রীজের সামন থেকে তাদের আটক করে জনতা। খবর পেয়ে থানা পুলিশ চোরাই একটি গরু ও গরু চুরির কাজে ব্যবহৃত অটোরিকশা গাড়িটি থানা নিয়ে আসে।
জানাগেছে, উপজেলার সদর ইউনিয়নের পূর্ব মন্ডলকাপন গ্রামের নূর মিয়ার একটি গাভী ও গাভীর বাচ্ছা সোমবার সকালে ৯টায় তার বাড়ি পাশের একটি জমিতে ঘাস খাওয়ার জন্য রেখে আসেন। এর কিছুক্ষণ পরে তিনি গরু রেখে যাওয়ার স্থানে গিয়ে দেখতে পান গাভীটি রয়েছে, কিন্তু গাভীর সঙ্গে থাকা বাচ্ছাটি নেই। পরে তিনি গাভীর বাচ্ছাটি খোজাখুজি শুরু করেন। গাভীর বাচ্ছাটি চুরি করে অটোরিকশা গাড়িতে করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় আঙ্গারুকা ব্রীজের সামনে গরুটি পরে যায়। এসময় স্থানীয় জনতা হাতেনাতি গরুসহ দুইজনকে আটক করেন। পরে থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে চোরাই গরুসহ আটককৃতদের থানায় নিয়ে আসেন। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Sharing is caring!