তিন সিটিতে প্রার্থী দেবে না জাপা

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৮

তিন সিটিতে প্রার্থী দেবে না জাপা

ক্রাইম ডেস্ক :: আসন্ন রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী দেবে না জাতীয় পার্টি (জাপা)। বরিশালে পার্টির কেন্দ্রীয় নেতা ইকবাল হোসেন তাপসকে মনোনয়ন দিলেও তা প্রত্যাহারের পাশাপাশি অন্য দুই সিটিতেও প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত আসবে বলে দলটির নীতিনির্ধারণী পর্যায় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পরিকল্পনা রয়েছে জাপার।

ক্ষমতাসীন আওয়ামী লীগসহ চৌদ্দ দলের শরিকদের নানা চিন্তার কথা বিবেচনা করে পা ফেলছে দলটি। মাঠে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে নানা কথা বললেও জাতীয় নির্বাচনের আগে ১৪ দলের সঙ্গে সম্পর্ক নষ্ট করতে নারাজ জাপা। এ কারণেই এমন সিদ্ধান্ত।

খুলনা সিটিতে মেয়রপ্রার্থী দিয়ে পরে তা প্রত্যাহার করে নেয় জাপা। গাজীপুর সিটি নির্বাচনেও মেয়রপ্রার্থী দেওয়ার কথা ছিল। তবে শেষ পর্যন্ত প্রার্থী দেয়নি তারা।

তবে এ প্রসঙ্গে ভিন্ন কথা জানালেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রহুল আমিন হাওলাদার। তিনি আমাদের সময়কে বলেন, বরিশাল সিটি নির্বাচনে আমাদের প্রার্থী বদলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। অন্য সিটিতে প্রার্থী দেওয়া হবে কিনা এ বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। উপযুক্ত প্রার্থী পেলে অবশ্যই প্রার্থী দেওয়া হবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2018
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ খবর

………………………..