সিলেট ১৭ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, জুন ২৫, ২০১৮
ক্রাইম ডেস্ক :: সিলেট মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৭ জন মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
গত রবিবার র্যাব-৯, সিপিসি-১ সদস্যরা নির্বাহী ম্যজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিলকে নিয়ে এ অভিযান পরিচালনা করে বলে সোমবার দুপুরে র্যাব-৯ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হলেন দক্ষিণ সুরমা থানার ঝধি গ্রামের সোলেমানের পুত্র রায়হান (৩০) ০২ মাস, কোতোয়ালি থানার রন্দর গ্রামের আফজাল আলীর পুত্র মুনজুর (২১), ০১ মাস, দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সুরমা গ্রামের আব্দুস শুক্কুর (৩০), ১ মাস, খালের মুখ গ্রামের আব্দুল হাতেমের পুত্র মো. রমজান (৩০), ১ মাস, সিলাম গ্রামের মৃত ওমর আলীর পুত্র আব্দুল হেকিম (৫০), ৩ মাস, এয়ারপোর্ট থানার বাদামবাগিচা এলাকার ওসমান আলীর পুত্র সাদিকুর রহমান (২৪), ২ মাস, দয়ানীর গ্রামের আরস আলীর পুত্র ইমন সওদাগর ২২ দিন, মন্তু মিযার পুত্র লিলু মিয়া (৩০), ১ মাস, শিববাড়ির নুর ইসলামের পুত্র রাজন আহমদ(৩৫), ২০ দিন, ইউসুফ মিয়ার পুত্র মইনুল হোসেন (২৪), ১ মাস, নগরীর কলাপাড়া এলাকার আব্দুল কাইয়ুমের পুত্র মনির (৩০), ১ মাস, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের মজিদুল হকের পুত্র মিজান (২৫), ১ মাস, দক্ষিণ সুরমার স্টেশন রোডের মৃত আবুল আলীর পুত্র সোহেল আহম্মদ (২০) ১ মাস, নগরীর জেলরোড এলাকার রনজিত পালের পুত্র রতন পাল (২০), ১৫ দিন, লাউয়াইয়ের মৃত মর্তুজ আলীর পুত্র মোকলেস (৩৫) , ১ মাস, সেলিম মিয়ার পুত্র মো. সামসুল ইসলাম (৩০), ১ মাস ও চাঁদনীঘাট এলাকার মৃত নওয়াব আলীর পুত্র সুমন মিয়াকে (৩১), ৬ মাস বিনাশ্রম কারাদন্ড।
অভিযানকালে মাদকসেবীদের নিকট থেকে ৩২ গ্রাম গাঁজা উদ্ধার করে ধ্বংস করা হয়।
সাজাপ্রাপ্তদের জেলাকারাগারে পাঠানো হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd