সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্টানটি সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্ব এক র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা কনফারেন্স হলে এক আলোচনা সভায় এক্সভ হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী প্রাথমিক শিক্ষা মো: লুৎফুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সুমন্ত ব্যানার্জী, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্য একেএম ফজলুল হক শিবলি। এসময় মাদকের কুফল নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহিনুর ইসলাম শাহিন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অভিজিৎ কুমার পাল, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ সরকার, ডাঃ মোহাম্মদ মাহবুবুল আলম, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল মতিন, গোলাপগঞ্জ জার্নালিস্ট ফোরামের সভাপতি হারিছ আলী, সেক্রেটারি খালেদ হোসেন, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ উদ্দিন, গোলাপগঞ্জ কোয়ালিটি স্কুলের শিক্ষক রবিউল আওয়াল প্রমুখ। সভায় বক্তারা বলেন, মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে সকলকে এগিয়ে আসতে হবে।তরুণ প্রজন্ম যাতে মাদকাসক্ত না হয়ে পড়ে সে দিকে আমাদের লক্ষ রাখতে হবে। মাদক একটি সমাজ ধংসের জন্য যথেষ্ট। তিনি বলেন, পরিবার সচেতন হলেই মাদকাসক্ত দূর করা সম্ভব। তাই মাদক নিয়ন্ত্রণ করতে হলে সর্বাগ্রে পরিবারকেই এগিয়ে আসতে হবে। তাদের ছেলে মেয়েরা কি কাজ করে, কাদের সাথে মিশছে সে দিকে লক্ষ রাখতে হবে। আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় ৩ জন ও রচনা প্রতিযোগিতায় ৩ জন বিজয়ীর মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd