সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:৫৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে মাদক বিরোধী র্যালী, আলোচনা সভা ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মাদক বিরোধী একটি র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে ও ইউএনও’র সিএ জনি চক্রবর্তীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা প্রকল্প কর্মকর্তা সুশান্ত কুমার দাশ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুভাষ চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন,আওমলীগ নেতা নজরুল সিকদার, জাফলং পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি রহিম খান, জাফলং ষ্টোন ক্রাশার মিল মালিক সমিতির সভাপতি বাবলু বখত, জাফলং ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আলিম, ট্রাক চালক সমিতির সভাপতি ফয়জুল ইসলাম প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd