সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: বাংলাদেশের প্রথম নারী সলিসিটর হিসেবে যোগদান করেছেন বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের সিনিয়র জেলা জজ ও শহীদ বুদ্ধিজীবীর কন্যা জেসমিন আরা বেগম।’ এর আগে তিনি কুমিল্লার জেলা ও দায়রা জজ হিসেবে কর্মরত ছিলেন।’
সুনামগঞ্জ বারের প্রথম মহিলা আইনজীবী জেসমিন আরা বেগম তৎকালীন সুনামগঞ্জ মহকুমা (বর্তমানে) শহরের শহীদ বুদ্ধিজীবী অ্যাডভোকেট সুনাওর আলীর কন্যা ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সুনামগঞ্জ সদর উপজেলার দারারগাঁও’র কৃতি সন্তান কবি ড. মোহাম্মদ সাদিকের সহধর্মিনী তিনি।’
জেসমিন আরা বেগম প্রায় ৩১ বছর সুনামের সঙ্গে বিচার বিভাগে দায়িত্ব পালন করেছেন।’ একাধারে তিনি ঢাকা, কুমিল্লা, মুন্সিগঞ্জ ও সিলেটের জাজশিপ সহ প্রশাসনিক ট্রাব্যুনালেও দায়িত্ব পালন করেন।’ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী সহ আইন বিষয়ে স্নাতক ডিগ্রী গ্রহণ করেন। তিনি সুইডেনের স্টকহোম বিশ্ববিদ্যালয়েও আইন বিষয়ে স্নাতকোত্তর পাঠগ্রহন করেন।’ তিনি বিসিএস ১৯৮৫ ব্যাচে বিচার বিভাগে যোগদান করেছিলেন।##
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd