বিশ্বনাথ প্রতিনিধি :: “মাদকাসক্তি মুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য” এ স্লোগান নিয়ে র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্বনাথে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজনে র্যালি, মানববন্ধন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, রচনা এবং চিত্রাংকন প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ মাঠে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সেখানে পরিষদের বিআরডিবি হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, বিশ্বনাথ থানার ওসি (তদন্ত) দুলাল আকন্দ, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার, মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূইয়া, মাধ্যমিক কর্মকর্তা মহি উদ্দিন আহমেদ, বিশ্বনাথ পল্লী বিদ্যুত অফিসের ডিজিএম কমলেশ বর্মণ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং কর্মকর্তা এবং বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
Sharing is caring!