সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, জুন ২৬, ২০১৮
দক্ষিণ সুরমা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে বসে অপপ্রচার চালানোর দায়ে যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রদল নেতা জলিলের দেশের বাসায় ভাংচুর ও হামলার অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, এই অপপ্রচারের জের ধরে গত রবিবার সন্ধ্যার দিকে দক্ষিণ সুরমার বিভাগীয় পাসপোর্ট অফিসের পাশে অবস্তিত জলিলের বাসায় হঠাৎ করে একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে প্রবেশ করেন। এক পর্যয়ে জলিলের বাসায় হামলা চালিয়ে ভাংচুর করেন তারা। এই বাসায় বসবাস করে আসছেন যুক্তরাজ্য প্রবাসী সিলেট এমসি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ আব্দুল জলিলের পরিবারের সদস্যরা।
বাসায় বসবাসকারী জলিলের ভাই জানান, আমরা কিছু বুঝে উঠার আগে একদল যুবক আমাদের বাসায় প্রবেশ করে। বাসার আসবাবপত্র ভাংচুর করে। আমার ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ আব্দুল জলিল সে প্রধানমন্ত্রীকে অপপ্রচার চালিয়েছে এর জের ধরে তারা হামলা চালায়। আমি আমার মা, ছেলে ও মেয়ে প্রাণের ভয়ে বাসার একটি রুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেই। আমি হামলাকারী কাউকে চিনতে পারি নাই। হামলাকারীরা যাওয়ার সময় বলেন, যুক্তরাজ্যে বসে জলিল ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামীলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। সে যদি এসব বন্ধ না করে, তার কপালে দুঃখ আছে বলে দিবেন। তার বিরুদ্ধে দেশের আইন অনুসারে রাষ্টদ্রোহী মামলা করা হবে। সে দেশে আসলে আর কোন দিন জীবিত হয়ে ফিরবে না বলে হুমকি প্রদান করে তারা।
জলিলের ভাই আরো জানান, হামলার ভয়ে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন। ছেলে মেয়েরা কান্নায় ভেঙ্গে পড়ে। আমার ভাই যুক্তরাজ্যে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। হামলাকারীরা জানায়, সে যুক্তরাজ্যে বসে দেশের বিরুদ্ধে কাজ করছে। দেশে ফিরলে তাকে হত্যা করা হবে। হামলার পর থেকে চরম হতাশায় ও আতঙ্কে জীবন যাপন করছেন আব্দুল জলিলের পরিবার। হামলার ঘটনায় অভিযোগ দাখিলে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন জলিলের পরিবারের সদস্যরা। পুলিশ জানায় অভিযোগ পেলে তারা হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd