সিলেট ১৩ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৪ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৩ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮
সিলেট :: তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন বাংলাদেশের প্রেসিডেন্ট, জাতীয় অধ্যাপক প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ, ব্রিগেডিয়ার (অব.) ডা. এ মালিক বলেছেন, পরিবেশ এবং জীববৈচিত্র রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। এটি একটি জাতীয় দায়িত্ব। বৃক্ষরোপণ কর্মসূচী জোরদারের মাধ্যমে দেশের পরিবেশগত সুরক্ষা তথা সবুজ উন্নয়ন নিশ্চিত করতে হবে।
তিনি ২৮ জুন বৃহস্পতিবার সকালে সিলেট শহরতলীর দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগস্থ সৈয়দা নুরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে রোটারি ক্লাব অব সিলেট সিটি আয়োজিত বৃক্ষরোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় রোটারি ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট সময় সম্পাদক সাঈদ চৌধুরী, রোটারি ক্লাব অব সিলেট সিটির সেক্রেটারী ও নিউ নেশন এর সিলেট ব্যুরো প্রধান এস.এ শফি, স্কুলের প্রধান শিক্ষক সুয়াইবুর রহমান, শিক্ষক রফিক উদ্দিন তালুকদার, সহকারী শিক্ষক স্বপ্না রাণী নাথ, কল্পনা রাণী নাথ, অর্পিতা দে সহ শিক্ষার্থীগণ অংশ গ্রহন করেন। পরে প্রধান অতিথি রোটারি ক্লাব অব সিলেট সিটির পক্ষ থেকে বিদ্যালয় প্রাঙ্গণে আগর, একাশি ও বেলজিয়াম গাছের চারা রোপন করেন।
অনুষ্ঠানে রোটারি ক্লাব অব সিলেট সিটির প্রেসিডেন্ট সাঈদ চৌধুরী বলেন, গ্রীন হাউস গ্যাস ইফেক্টের কারণে জলবায়ুর পরিবর্তন ঘটছে। এর ক্ষয়ক্ষতি থেকে বাচতে হলে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ রক্ষা করতে হবে। পরিবেশ সংরক্ষণ, বনজ সম্পদ ও কৃষি উৎপাদন বৃদ্ধির জন্য গাছপালা লাগানো ও তার পরিচর্যার প্রয়োজন। বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd