বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থেকে শিশু সন্তান’সহ রুখসানা বেগম (২২) নামের এক গৃহবধূ নিখোঁজের খবর পাওয়া গেছে। নিখোঁজ রুখসানা বেগম উপজেলার দৌলতপুর ইউনিয়নের ছত্রিশ গ্রামের আতাউর রহমানের মেয়ে ও একই উপজেলার লামাকাজী ইউনিয়নের মাধবপুর গ্রামের রিয়ান উদ্দিনের স্ত্রী।
জানাগেছে, গত ২৭মে ২বছর বয়সী শিশু মুরছালিন রহমানকে সাথে নিয়ে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি যাওয়ার কথা বলে রেব হন রুখসানা বেগম। এরপর থেকে এখন পর্যন্ত আর তাদেরকে খোঁজে পাওয়া যায়নি। ইতিমধ্যে উভয় পরিবারের সকল আত্মীয়স্বজনের বাড়ি’সহ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজির পর কোথাও না পেয়ে নিখোঁজ গৃহবধূর পিতা গত ১৪জুন বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরি করেছেন (ডায়েরি নং-৭৫৯, তাং-১৪/০৬/১৮)।
এদিকে, রুখসানা বেগম ও তার সন্তানকে খোঁজে না পেয়ে উভয় পরিবারের সদস্যরা দিশেহারা হয়ে পড়েছেন। কোন সহৃদয় ব্যক্তি তাদের সন্ধান পেলে ০১৭২২-২৯২১৫০ (আতাউর রহমান) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।