সিলেট ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুন ২৮, ২০১৮
সিলেট :: আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) সিলেটের উদ্যোগে যুগলটিলা ইসকন মন্দিরে যথাযোগ্য মর্যাদায় আজ বৃহস্পতিবার পালিত হল পরমেশ্বর ভগবান শ্রী শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা। স্নানযাত্রা অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করে ১০ হাজারের অধিক ভক্তবৃন্দ। অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো উৎসবে মেতে উঠে ইসকন মন্দির এলাকা। সকালে সংকীর্তন, জল এবং ঘি, মধু, ডাবের জল ইত্যাদি সামগ্রী দিয়ে স্নান করানো হয় জগন্নাথদেবের বিগ্রহকে। এর পরই বন্ধ রাখা হয় মন্দিরের দরজা। খোলা হবে রথের দিন।
জ্যৈষ্ঠমাসের পূর্ণিমা তিথিতে স্বয়ম্ভুমনুর যজ্ঞপ্রভাবে প্রভু জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন। তাই এই তিথিকে জগন্নাথদেবের জন্মদিন হিসাবে পালন করার নির্দেশ দেন স্বয়ং মনুই। সেই জন্মদিন উপলক্ষেই এই বিশেষ স্নান উৎসব পালিত হয়ে থাকে।
ইসকন সিলেট মন্দিরের অধ্যক্ষ নবদ্বীপ দ্বিজ গৌরাঙ্গ দাস ব্রহ্মচারীর সভাপতিত্বে ও ইসকন সিলেটের সাধারণ সম্পাদক ভাগবত করুণা দাস ব্রহ্মচারীর পরিচালনায় বৃহস্পতিবার দিনব্যাপী এ ¯œানযাত্রা অনুষ্ঠানে বিভিন্ন পেশা ও শ্রেণির মানুষের উপস্থিতিতে নানা কর্মসূচি পালন করা হয়। এরমধ্যে ছিল, ভোর ৪টা ৩০ মিনিটে মঙ্গলারতি,৭টা ৩০ মিনিটে গুরুপুজা ও দর্শন আরতি, সকাল ৮টায় শ্রীশ্রী জগন্নাথের লীলা মহিমা পাঠ, সকাল ১০টায় শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব, ১২টা ৩০ মিনিটে ভোগারতি কীর্তন ও সব শেষে সমবেত ভক্তবৃন্দের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd