সিলেট ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৯ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০১৮
ডেস্ক রিপোর্ট :: সিলেট সদরের হাটখোলায় ইমামের দায়ের কুপে এক হাফেজে কুরআন গুরুতর আহত হয়েছেন। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাফেজ মুকতাবিস-উন-নুর (২৯) সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের পাইকরাজ গ্রামের আবু তৈইবের ছেলে। শুক্রবার (২৯ জুন) বাদ জুমআ পাইকরাজ মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট সদর হাটখোলা ইউনিয়নের পাইকরাজ গ্রামে দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন রাউতকান্দি গ্রামের এমদাদুল হক শামীম দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছেন। গ্রামের একদল লাঠিয়াল বাহিনী গঠন করে সাধারণ মুসল্লিদের অসম্মতিতে তিনি ইমামতি করে আসছেন। এ নিয়ে হাফেজ মুকতাবিস-উন-নুর সহ গ্রামের লোকজনের সাথে ইমামের বিরোধ রয়েছে। এর জের ধরে শুক্রবার ইমাম এমদাদুল হক শামীম হাফেজ মুকতাবিস-উন-নুরকে খবর দিয়ে মসজিদে নেন। মসজিদে যাওয়ার পর এমদাদুল হক ও তার সন্ত্রাসী লোকজন হাফেজ মুকতাবিস-উন-নুরকে বেদম মারপিট করে। এক পর্যায়ে ইমাম এমদাদুল হক তার কক্ষ থেকে ধারালো দা দিয়ে কুপিয়ে মুকতাবিস-উন-নুরকে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় হাফিজ মুকতাবিস-উন-নুরকে সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে জালালাবাদ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd