সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ, জুলাই ১, ২০১৮
স্টাফ রিপোর্টার :: দৈনিক সংবাদ ও সিলেটভিউ২৪ডটকম’র নিজস্ব চিত্রসাংবাদিক ইদ্রিছ আলী ও বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য ফটো সাংবাদিক ইদ্রিছ আলীর ওপর হামলার ঘটনায় সিলেট রিপোর্টার্স ক্লাব’র সভাপতি কামাল উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ রবিবার (১ জুলাই) এক বিবৃতিতে হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, রবিবার বিকেলে শহরতলীর ধোপাগুলস্থ নিজ বাড়িতে ফেরার পথে ইদ্রিছ আলীর ওপর কতিপয় দুর্বৃত্ত হামলা করে। পরে আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি মেডিকেলের চর্থ তলায় ৫ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd