সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ণ, জুলাই ২, ২০১৮
দক্ষিণ সুরমা প্রতিনিধি :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে সরকারী জায়গা দখল নিয়ে আওয়ামীলীগ এর দু’গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যুবলীগের একজন তৃণমূল নেতা মোঃ আব্দুস সাত্তার নিহত হয়েছেন এবং উভয় পক্ষের ১৫ জন লোক আহত হন। ৩০/৬/২০১৮ ইং তারিখে মোগলাবাজারে এ সংঘর্ষ হয়। এ সময় থানা পুলিশ ঘটনাস্থল থেকে ১নং আসামী শাহীন আহমদকে গ্রেফতার করে।
এ ঘটনায় নিহত যুবলীগ নেতা আব্দুস সাত্তারের পিতা বাদি হয়ে ০১/০৭/২০১৮ ইং তারিখে মোগলাবাজার থানায় ১১ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। উক্ত মামলাটি অন্যদিকে প্রবাহিত করার জন্য বর্তমান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঈন উদ্দিন এর ঈঙ্গিতে এবং তাহার অগ্রণী ভূমিকায় ২নং আসামি করা হয়েছে উপজেলার মোগলাবাজার গোপাল গাঁও গ্রামের জোয়াদ উল্লাহ ছেলে শাহেদ আহমদ বাবুল-কে। কিন্তু ১নং আসামী শাহীন আহমদকে গ্রেফতার করা হলেও মামলার ২নং আসামী শাহেদ আহমদ বাবুল পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, মোগলাবাজারে একটি সরকারী জায়গা দখল নিয়ে আওয়ামীলীগ এর দু’গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে তুমুল রক্তক্ষয়ী সংঘর্ষ বাদে। সেই হামলায় দু’পক্ষের ১৫জন লোক আহত হয় এবং যুবলীগের একজন তৃণমূল নেতা মোঃ আব্দুস সাত্তার ঘটনাস্থলে নিহত হন। মামলার ২নং আসামী শাহেদ আহমদ বাবুল তার অসুস্থ মা ও নববধুকে রেখে পলাতক। বাবুল ২৮/০৬/২০১৮ ইং তারিখে তারই মামাতো বোন মাছুমা বেগমকে বিবাহ করেন।
এ ব্যাপারে খুজ নিয়ে স্থানীয়দের সাথে আলাপ কালে জানা যায় ২নং আসামী বাবুলের আপন চাচা আওয়ামীলীগের প্রভাবশালী নেতা মঈন উদ্দিন এর সাথে তার পৈতৃক জায়গা সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে পারিবারিক কলহ লেগে আসছিল, তাই মঈন উদ্দিনের ঈঙ্গিতে পারিবারিক কলহের জেরধরে আপন বাতিজা বাবুলকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলার আসামী করা হয়েছে। তিনি হত্যা মামলার আসামী হয়ে পুলিশী গ্রেফতারের ভয়ে নব-বিবাহিতা স্ত্রী ও অসুস্থ মাকে ঘরে রেখে পলাতক রয়েছেন। তবে পুলিশ তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।
এঘটনায় মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানান, রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় স্থানীয় যুবলীগ নেতা আব্দুস সাত্তার নিহত হয়েছেন এবং ১৫ আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে গ্রেফতার করেছে এবং ২নং আসামী শাহেদ আহমদ বাবুল সহ অন্যান্যদের গ্রেফতারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd