সিলেট ৫ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাবান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুলাই ৩, ২০১৮
স্টাফ রিপোর্টার :: এবার সিলেট সিটি নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান।
মঙ্গলবার সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামানের কাছে কামরানের পক্ষে সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এই অভিযোগ দেন।
অভিযোগ দেয়ার বিষয়টি সাংবাদিদের কাছে নিশ্চত করেছেন শফিকুর রহমান চৌধুরী।
এদিকে গত সোমবার বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জানিয়েছিলেন আরিফুল হক চৌধুরী। কামরানের পক্ষে করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ‘আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল যাচাইবাছাই প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। যেহেতু এখনও প্রার্থীদের প্রতীক বরাদ্দ হয়নি, তাই নির্বাচনী বিধি অনুযায়ী কেউই প্রচারণায় অংশগ্রহণ করতে পারবেন না। কিন্তু আমরা লক্ষ্য করছি, সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও বিএনপি দলীয় প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে বিএনপি, ছাত্রদল, যুবদল প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ওয়ার্ড ও পাবলিক প্লেইসে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমনকি মনোনয়নপত্র জমা দেয়ার দিনও তিনি দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন। সেটিও আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে বলে আমি/আমরা মনে করি। আরিফুল হক চৌধুরীর প্রচার-প্রচারণার লিফলেট, স্টিল ছবি ও বিভিন্ন প্রচারণার সংবাদ গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে।’অভিযোগে নির্বাচনের আচরণবিধি ‘লঙ্ঘনের কারণে’ আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহবান জানানো হয়েছে।
এদিকে : সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরুর আগেই আওয়ামী লীগের প্রার্থী বদরউদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী।
সোমবার সকালে বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনের রিটার্নিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন বিএনপির জেলার সাধারণ সম্পাদক আলী আহমদ।
অভিযোগে কামরানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আনা হয়। আলী আহমদ জানান, মনোনয়নপত্র দাখিলের দিন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সঙ্গে ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুর্শেদ আহমদ চৌধুরী ছিলেন; যাতে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এছাড়া কামরানের পক্ষে তার স্ত্রী আসমা কামরান ও ছেলে ডা. আরমান আহমদ শিপলুসহ সরকার দলের নেতাকর্মী নগরীতে প্রকাশ্যে লিফলেট বিতরণ করছেন। এই বিএনপি নেতা বলেন, আচরণবিধি অনুযায়ী আগামী ১০ জুলাই প্রতীক বরাদ্দের আগে প্রচারণার কোন সুযোগ নেই।কামরানের পক্ষে সরকার দলের নেতাকর্মীদের আগাম প্রচারণায় নির্বাচনী পরিবেশ নষ্ট হচ্ছে উলে¬খ করে আলী আহমদ বলেন, সুষ্ঠ নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দেওয়ার পাশাপাশি সহযোগিতা কামনা করা হয়েছে।
এ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, আমি একটি মিটিংয়ে বাইরে আছি। আমার কাছে কোনো অভিযোগ আসেনি। আমার অফিসের অন্য কোনো কর্মকর্তার কাছে তারা অভিযোগ দিয়েছেন কী না আমার জানা নেই।
এ ব্যাপারে বদরউদ্দিন আহমদ কামরানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাঁর ব্যক্তিগত সহকারী কল ধরে জানান, ‘স্যার একটা মিটিংয়ে আছেন।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd