সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুলাই ৫, ২০১৮
ক্রাইম ডেস্ক :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের সড়কটি দীর্ঘ দিন থেকে ভাঙ্গা থাকার কারণে চলতি বৃষ্টির মৌসুমে এ সড়কটি এখন একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে সড়কে পুকুর সমান গর্ত আর বৃষ্টির পানিতে সৃষ্ট কাদার মধ্যদিয়েই যাতায়াত করছেন স্থানীয় বাসিন্দারা। এমতাবস্থায় জনপ্রতিনিধি-সহ সকলের কাছে ধর্না দিয়েও যখন কোন কাজ হচ্ছে না তখন অভিনব প্রতিবাদ করেছেন স্থানীয়রা।
বৃহস্পতিবার (০৫ জুলাই) দুপুরে হকিয়ার চর গ্রামের সামনে ভাঙ্গা এ সড়কে ধানের চারা রোপণ করে তারা এই প্রতিবাদ করেন।
এসময় প্রতিবাদকারীরা জানান, রাস্তার কাজ হচ্ছে, হবে বলে লুকোচুরি খেলছেন জনপ্রতিনিধিরা। বর্তমানে রাস্তাটি মরণ ফাঁদে পরিণত হলেও সেদিকে খেয়াল নেই কারো। তাই বাধ্য হয়ে তারা এ অবহেলার প্রতিবাদে নেমেছেন।
সরেজমিনে দেখা গেছে বাঘরখলা, মোল্লারবন, হকিয়ারচর, চকরাইপুর, বিবিদইল, করসনা, শাহসিকন্দরের গ্রামসহ আশপাশের কয়েক হাজার জনসাধারণ এই রাস্তা দিয়ে যাতায়াত করেন। বর্ষা মৌসুমে হাঁটু পরিমাণ কাদা মাড়িয়ে স্কুল-কলেজের শত শত শিক্ষার্থী সকাল-বিকেল এই রাস্তা দিয়ে যাতায়াত করে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, এ সড়কের সংস্কার কাজ দুই বার শুরু হয়ে আবার বন্ধ হয়ে যাওয়ায় সড়কের অবস্থা আগের তুলনায় আরো খারাপ হয়েছে। জনপ্রতিনিধিরা বার বার সড়কটি সংস্কারের আশ্বাস দিলেও এটা কেবল আশ্বাসেই আটকে আছে।
হকিয়ারচর গ্রামের বাসিন্দা আব্দুল হক বলেন, এ রাস্তা দিয়ে কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে বর্তমানে রাস্তাটি সংস্কার না করায় জনগণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি আরো বলেন রাস্তাটি আর রাস্তা নয় যেন পুকুরে পরিণত হয়েছে।
এ বিষয়ে উপজেলা ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ রাস্তার ব্যাপারে উপজেলা সভায় আলোচনা করা হয়েছে। রাস্তার কাজ দুইবার শুরু হয়ে বন্ধ হওয়ায় উক্ত রাস্তার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারকে অবগত করা হয়েছে। ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারকে জিজ্ঞাসা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে জানান তিনি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd