গোয়াইনঘাটে নিখোঁজের ৪৮ ঘন্টার পর আব্দুর রশিদের লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:১৭ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৮

গোয়াইনঘাটে নিখোঁজের ৪৮ ঘন্টার পর আব্দুর রশিদের লাশ উদ্ধার

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে নৌকাডুবিতে নিখোঁজ আব্দুর রশিদের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার বেলা ২টায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রশিদ উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের মাতুরতল (ইসলামাবাদ) গ্রামের ইরফান আলীর ছেলে।

গত বুধবার সন্ধ্যায় উপজেলার কদমতলা এলাকায় নৌকাডুবিতে তিনি নিখোঁজ হন। নিখোঁজের দুদিন পর তার লাশ বন্যার পানিতে ভেসে উঠে।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয় চেয়ারম্যান ও স্বজনদের সম্মতিতে ময়না তদন্ত ছাড়াই লাশটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..