সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, জুলাই ৬, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী গোয়াইনঘাট উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে সরকারের পাশাপাশি বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
তিনি বলেন গত সপ্তাহ থেকে টানাবর্ষন ও পাহাড়ি ঢলে উপজেলার সিংহভাগ এলাকা প্লাবিত হয়েছে।সালুটিকর – গোয়াইনঘাট সড়ক,গোয়াইনঘাট – সারীঘাট সড়কসহ উপজেলা সদরের সাথে সড়ক পথে যোগাযোগ ব্যাবস্হা বিছিন্ন হয়ে পড়েছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ইতিমধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেছেন। তিনি শুক্রবার সিলেট জেলা পরিষদের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন।এ সময় সিলেট জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম শাহপরান বলেন বন্যার্তদের পাশে দাঁড়ানো ঈমানী দায়িত্ব। তিনি জেলা পরিষদের বরাদ্দ ছাড়া ও ব্যক্তিগত তহবিল থেকে বন্যার্তদের সহযোগীতার করেছেন। শুক্রবার দুপুর ২টা থেকে উপজেলার লেংগুড়া ইউনিয়নের সিটিংবাড়ী,সিটিংবাড়ী হাওর, দ্বারীখাই,রুস্তমপুর ইউনিয়নের টুকুইর,যতনাতাও নিজ ধরগ্রামসহ বিভিন্ন গ্রামে ত্রান সামগ্রী বিতরণ করাহয়। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবি জসিম উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের এম এ মতিন, সমাজ সেবি লুৎফুর রহমান, ফয়জুল হক, জালাল উদ্দিন প্রমূখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd