সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৮
এনামুল হাসান, জকিগঞ্জ :: বিশ্বের সর্বশ্রেষ্ঠ ইসলামি বিদ্যাপীঠ হলো, দারুল উলূম দেওবন্দ ভারত। এ মাদরাসাটির অনুসরণ ও অনুকরণ করে চলে থাকে সমুস্ত বিশ্বে অবস্থিত ক্বাওমি মাদরাসাগুলো। এজন্য দেওবন্দ মাদরাসাকে বলাহয়,উম্মুল মাদারিস। কাওমি মাদরাসায় পড়োয়া ছাত্ররা দাওরায়ে হাদীসের পর উচ্চতর ডিগ্রী লাভের জন্য বিশ্বের সব দেশ থেকে রমযানের পর শাওয়াল মাসে, শিক্ষার্থীর প্রতিবছর দেওবন্দ মাদরাসায় এসে ভর্তি হওয়ার জন্য দাখেলা (ভর্তি) পরিক্ষা দিয়ে থাকে, যারা ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হয় তাঁরা এ জামিয়াতে (দেওবন্দে)ভর্তির সুযোগ পায় আর যারা নাকাম হয়। তারা এ প্রতিষ্ঠানে ভর্তি হওয়া থেকে বঞ্চিত হয়। এজন্য বাংলাদেশ থেকে প্রতি বছর অনেক ছাত্র দেওবন্দ যাওয়ার চেষ্টা করে থাকেন এবং কিছু সংখ্যক ছাত্ররা তাদের এ চেষ্টায় সফল হয়ে দেওবন্দ মাদরাসায় পড়ার সুযোগ লাভকরে। এরই ধারাবাহিকতায় এবছরও বাংলাদেশ থেকে অনেক ছাত্র দারুল উলূম দেওবন্দ মাদরসায় দাখেলা পরিক্ষায় অংশগ্রহণ করে সফল হয়। তাদের মধ্যে বেশির ভাগ ছাত্ররা সিলেটী আবার এই সিলেটী ছাত্রদের মধ্যে ৫জন হলেন, জকিগঞ্জ উপজেলার কৃতিসন্তান। (১) হা: শিব্বীর আহমদ সিদ্দীকি: বাড়ী জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের মজলিগ্রামে। সে,এ বছর বাংলাদেশের অন্যতম বৃহত্তম কাওমি মাদরাসা জামিয়া মাদানিয়া বারিধারা ঢাকা থেকে দাওরা পাশ করে, দারুল উলূম দেওবন্দ মাদ্রাসায় দাখেলা পরিক্ষা দিয়ে সফলতা লাভকরে ভর্তির ভর্তির সুযোগ পান। (২) হাবিব মাসরুর: জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের বাসিন্দা, ও ছাত্র জমিয়ত বাংলাদেশ, জকিগঞ্জ উপজেলা শাখার তথ্য ও গবেষণা সম্পাদক, সে এবছর জকিগঞ্জ উপজেলার শাহবাগ জামিয়া মাদানিয়া কাসিমুল উলূম থেকে দাওরায়ে হাদিস পাশ করে, দারুল উলূম দেওবন্দ ভর্তি পরিক্ষায় সফলতা অর্জন করেন। (৩) কাজী,মনসুর আহমদ: জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নের বাসিন্দ ও বারহাল ইউনিয়ন ছাত্র জমিয়তের সেক্রটারী কাজী,মনসুর আহমদ। সে, এবছর জামিয়া মাদানিয়া কাসিমুল উলূম শাহবাগ জকিগঞ্জ থেকে দাওরায়ে হাদিস পাশ করে দেওবন্দ মাদরাসায় ভর্তি হওয়ার সুযোগ লাভ করেন। (৪) হাফিজ,মুআজ হুসাইন: জকিগঞ্জ উপজেলার মামরখানি গ্রামের বাসিন্দা, সে আল্লামা শায়খে মামরখানি রহ: এর ছেলে মাও: ক্বারী,আব্দুল জলিল সাহেব এর সুযোগ্য সাহেবজাদা। সেও এবছর দারুল উলূম দেওবন্দে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে। (৫) আজিজুল হক: জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের খাদিমান গ্রামের বাসিন্দা,ঢাকা ফরিদাবাদ মাদরাসা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd