দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াইস্থ খাদিজা ষ্টোরে দুবৃত্তকারীর হামলা ও আগুন

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৮

দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াইস্থ খাদিজা ষ্টোরে দুবৃত্তকারীর হামলা ও আগুন

ডেক্স রিপোর্ট: গত ০৮/০৭/২০১৮ইং তারিখ রাত অনুমান ১২.৪৫ মিনিটে দক্ষিণ সুরমা থানাধীন লাউয়াইস্থ আব্দুল গণীর মালিকানাধীন খাদিজা ষ্টোরে দুবৃত্তকারীর হামলা ও আগুন দিয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি সাধন করে। ঘটনার সংবাদ পাইয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে দোকান মালামাল আগুনে পুড়েযায়। এ ঘটনার থানা পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেন। খবর নিয়ে জানা যায় যে, আব্দুল গণীর ভাই আব্দুল হামিদ দীর্ঘদিন থেকে তাদের সম্পত্তি গ্রাস সহ ক্ষতিকরার জন্য উঠেপড়ে লেগেছিল এবং আব্দুল গণীর বাড়ীর সমস্ত জায়গা জমি জোরপূর্বক দখল করে রেখেছে। আব্দুল গণী এলাকায় এ বিষয়ে বিভিন্ন সময়ে বিচার সালিশ বসাইলে আব্দুল হামিদ ও তার ছেলে প্রাণে হত্যার হুমকি ও বিভিন্ন ধরনের ক্ষতি করার হুমকি প্রদান করে। এরই প্রেক্ষিতে আব্দুল গণী দোকান বন্ধ করে বাসায় চলে গেলে আব্দুল হামিদের ছেলে আওয়ামীলীলে কিছু ক্যাডার বাহীনির সহযোগে এমন কর্মকান্ড ঘটিয়েছে। এ বিষয়ে আব্দুল গণীর সাথে যোগাযোগ করলে তিনি বলে আমি আব্দুল হামিদ ও তার ছেলের বিষয়ে মামলা করতে গেলে থানা পুলিশ তার মামলা নেয়নি। পরবর্তীতে উক্ত ভাষ্যের প্রেক্ষিতে থানা পুলিশের সাথে যোগাযোগ করলে তারা বলেন আমরা আব্দুল গণীর পক্ষ থেকে কোন অভিযোগ পাননি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..