বিশ্বনাথের বুশরা’র জাতীয় পুরস্কার লাভ

প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০১৮

বিশ্বনাথের বুশরা’র জাতীয় পুরস্কার লাভ
বিশ্বনাথ প্রতিনিধি  :: জাতীয় পর্যায়ে মেধা অন্বেষন প্রতিযোগিতায় বিশ্বনাথের মেয়ে সামিয়া জান্নাত বুশরা পুরস্কার লাভ করেছে। রবিবার  (৮ জুলাই)  সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তেজগাঁস্থ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে সামিয়া জান্নাত বুশরার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, সামিয়া জান্নাত বুশরা সিলেটে সৃজনশীল মেধা অন্বেষন ২০১৮ সালের প্রতিযোগিতায় সেরা নির্বাচিত হয়। সে বিশ্বনাথের প্রাচীনতম বিদ্যাপীঠ রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেনীর ছাত্রী গত ৫ এপ্রিল সিলেট জেলা শিক্ষা অফিস আয়োজিত জেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগিতা সিলেট নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়।
এতে জেলার ১৩ বিদ্যালয়ের শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহন করে মেধা অন্বেষন প্রতিযোগিতা দৈনন্দিন বিজ্ঞান বিষয়ে ক গ্রুপে (ষষ্ঠ-অষ্টম) জেলা পর্যায়ে বিশ্বনাথের রামসুন্দর অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয় থেকে সামিয়া জান্নাত বুশরা প্রতিযোগিতায় অংশগ্রহন করে বছরের সেরা মেধাবী হিসেবে স্বীকৃতি লাভ করে। প্রতিযোগিতা শেষে সনদ বিতরণ করা হয়ে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রশাসক নুমেরী জামান।
সামিয়া জান্নাত বুশরা বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী, হাজারী ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান ও বিশ্বনাথ নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান পৃষ্ঠপোষক সিরাজুল ইসলাম হাজারীর ভাগ্নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..