সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৮
রবিবার মাদকদ্রব্য ধ্বংস কার্যক্রমে বিজিবি ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, পরিবেশ অধিদপ্তর ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ২০১৪ সালের ২৪ জুন হতে চলিত বছরের গত ৩০ জুন পর্যন্ত বড়লেখা, বিয়ানীবাজার ও জুড়ী উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে বিজিবি এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করে।
ধ্বংস করা মাদকদ্রব্যগুলো হচ্ছে৭৮৬০ বোতল বিদেশি মদ, ১০৮৫ বোতল ফেন্সিডিল, সাড়ে ৬ কেজি গাজা, ১০২ লিটার বাংলা মদ, ১৬ ক্যান বিয়ার, ২০২৮ পিচ ইয়াবা ট্যাবলেট, ১৯ কেজি স্যালমক ট্যাবলেট এবং ১৪৭৪ বান্ডিল ভারতীয় নাসির বিড়ি। যার সিজার মূল্য ১ কোটি ২৯ লাখ ৪০ হাজার ৯৫০ টাকা।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের সহকারী পরিচালক হারুন অর রশীদের পরিচালনায় মাদকদ্রব্য ধ্বংস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল পিএসসি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু ইউসুফ, বড়লেখা সহকারী কমিশনার (ভূমি) মো. শরীফ উদ্দিন, বিয়ানীবাজার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, সিলেট সহকারী পুলিশ সুপার আনিছুর রহমান খান, সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তাজুল ইসলাম, সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক পারভেজ আহমেদ, বড়লেখা থানার ওসি মুহাম্মদ সহিদুর রহমান, সাংবাদিক আব্দুর রব প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd