বদরুজ্জামান সেলিমকে বিএনপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

প্রকাশিত: ১:২০ পূর্বাহ্ণ, জুলাই ১০, ২০১৮

বদরুজ্জামান সেলিমকে বিএনপি থেকে বহিষ্কারের সিদ্ধান্ত

ক্রাইম সিলেট ডেস্ক :: সিটি নির্বাচনে দলের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিমকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড।

সোমবার রাতে সিনিয়র নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্থায়ী কমিটির একজন সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন।

দল থেকে প্রার্থী দেওয়ার পরও বদরুজ্জামান সেলিম ৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়েছেন। মনোনয়ন প্রত্যাহারের সময় শেষ হলেও তিনি তার মনোনয়ন প্রত্যাহার করেননি।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘সিলেটের নির্বাচনের দায়িত্বে আছেন আমাদের দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি এখন সিলেটে। কাল ঢাকায় এলে তার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।’

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..