সিসিক নির্বাচনে দুইটি কেন্দ্রে থাকছে ইলেকট্রনিক ভোটিং মেশিন

প্রকাশিত: ৬:৫৯ অপরাহ্ণ, জুলাই ১০, ২০১৮

সিসিক নির্বাচনে দুইটি কেন্দ্রে থাকছে ইলেকট্রনিক ভোটিং মেশিন

স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে দুইটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হেলালুদ্দীন আহমেদ।

এছাড়াও বরিশালে ১০টি, রাজশাহীতে দুইটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে বলে মঙ্গলবার দুপুরে ইসির এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান তিনি। আগামী ৩০ জুলাই সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ৭ মেয়র প্রার্থী ও ২৭টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে মোট ১২৭ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার থেকে এই তিন সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর পদে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। সকাল ১০টায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়।ইসি জানিয়েছে, সিলেট, রাজশাহী ও বরিশালের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তাদের তিন সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। এছাড়াও নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজশাহীতে ১০ জন, বরিশালে ১০ জন এবং সিলেট সিটি কর্পোরেশনে ৯ জন সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে।সিলেট সিটি নির্বাচনে মোট ভোটার ৩ লাখ ২১ হাজার ৭৩২ জন। রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করছেন মো. আলিমুজ্জামান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..