সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় ৪র্থ বার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় আজাদুর রহমান আজাদকে অভিনন্দন জানিয়েছেন সিলেট জেলা পরিষদের সদস্য ও জকিগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী সাজনা সুলতানা হক চৌধূরী।
বুধবার (১১ জুলাই) গণমাধ্যমে এক বিবৃতিতে তিনি জানান, কাউন্সিলর আজাদুর রহমান আজাদের নেতৃত্বে সিসিকের ২০নং ওয়ার্ড একটি সুন্দর ও পরিচ্ছন্ন মডেল ওয়ার্ড হিসেবে ইতিমধ্যে সুনাম অর্জন করেছে। তার নেতৃত্বেই ২০নং ওয়ার্ড হয়ে উঠবে আধুনিক ও নাগরিক সুযোগ সুবিধা সম্পন্ন একটি আদর্শ ওয়ার্ড। তিনি ২০নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ ওয়ার্ডবাসী এবং সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন এবং ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এবারের নির্বাচনে ২০নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়ন জমা দিয়েছিলেন তিন জন প্রার্থী। তারা হচ্ছেন বর্তমান কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মিঠু তালুকদার ও বিএনপি নেতা আব্দুল গফফার। এদের মধ্যে বিএনপি নেতা আব্দুল গফফারের মনোনয়ন বাতিল করে দেয় নির্বাচন কমিশন এবং আজাদকে সমর্থন জানিয়ে মনোনয়ন প্রত্যাহার করেন মিঠু। আর তাই বিনা বিনা প্রতিদ্বন্ধিতায় ৪র্থ বারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd