সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউপি চেয়ারম্যান আব্দুস সালামের বিরুদ্ধে সরকারি টাকা আত্মসাৎ ও দুর্নীতির অভিযোগ এনে জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেছেন শ্রী রূপক নাথ। তিনি উপজেলার ঠাকুরবাড়ি গ্রামের বাসিন্দা। গতকাল বুধবার (১১ জুলাই) জেলা প্রশাসক বরাবরে তিনি এ অভিযোগ করেন। যার ডকেট নং- ৭২ (১১.৭.২০১৮ইং)।
আবেদনে তিনি উল্লেখ করেন, চেয়ারম্যান আব্দুস সালামে আপাদমস্তক দুর্নীতিবাজ লোক। আইনের প্রতি শ্রদ্ধা না রেখে একের পর এক বেআইনী কাজ করে যাচ্ছেন। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে আব্দুস সালাম বেআইনী, অবৈধ পন্থায় পকেট ভারী করতে ব্যস্ত। সরকারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ও সরকারের রাজস্ব আদায়ে বিভিন্ন মহাল লীজ প্রদানে ব্যাপক দুর্নীত করে আসছেন। ইউনিয়নবাসী তার এ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হয়ে ২৬টি প্রকল্পের দুর্নীতির কথা তুলে সিলেট জেলা প্রশাসক বরাবরে একটি অভিযোগও করেছিলেন। অভিযোগের প্রেক্ষিতে তদন্তাধীন থাকাবস্থায় গত ২৯ এপ্রিল প্রকাশ্যে বালু ও পাথর মহাল থেকে তার এজেন্ট মনির উদ্দিন ও আব্দুল মালিকের মাধ্যমে প্রায় ১২ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন। ২০১৬-১৭ অর্থ বছরে একইভাবে চেয়ারম্যানের বিভিন্ন এজেন্টা দিয়ে এভাবে সরকার ও জনগণের টাকা আত্মসাৎ করে আসছেন। এতে সরকার হারাচ্ছে কোটি কোটি টাকার রাজস্ব অপরদিকে এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে উন্নয়ন থেকে।
চেয়ারম্যানের এসব দুর্নীতি চলতে থাকলে আগামী নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলে মনে করেন সচেতন মহল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd