গোয়াইনঘাট প্রবাসী পরিষদের উদ্যোগে নন্দীরগাওঁয়ে ত্রাণ বিতরন

প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৮

গোয়াইনঘাট প্রবাসী পরিষদের উদ্যোগে নন্দীরগাওঁয়ে ত্রাণ বিতরন

স্টাফ রিপোর্টার :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রবাসীদের সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সাত নং নন্দীরগাওঁ ইউনিয়ন পরিষদ মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এতে সংগঠনের কুয়েত শাখার সভাপতি আব্দুল ওয়াদুদ মিয়ার সভাপতিত্বে কুয়েত শাখার অর্থ সম্পাদক ইমাম উদ্দিন খান ও স্থানীয় সমন্বয় কমিটির সদস্য শাহীন আহমদ এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও ওমান প্রবাসী এম এ মালিক।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম এ মতিন, গোয়াইনঘাট ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য সমাজ সেবক কামরুল হাসান, সংগঠনের কেন্দ্রীয় সহকারী প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সৌদি আরব শাখার উপদেষ্টা মতছির আলী মক্তই, কুয়েত শাখার সহ সভাপতি আব্দুল হাকিম সহ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্টজন, সালুটিকর বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা সদস্য বূন্দ। উক্ত অনুষ্ঠানে ভিডিও বার্তায় বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব হাফেজ আব্দুল মুবিন, সিনিয়র সহ সভাপতি আব্দুল্লাহ মেম্বার। অনুষ্ঠান সফল ও স্বার্থক করায় অতিথি ও উপস্থিত সবাই কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের কেন্দ্রীয় ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক লন্ডন প্রবাসী হেলাল আহমদ। উক্ত ত্রাণ বিতরন অনুষ্ঠানে নন্দীরগাওঁ ইউনিয়নের বন্যা কবলিত অসহায় হতদরিদ্র প্রায় দুই শতাধিক পরিবারের মধ্যে পনেরো কেজি করে চাউল বিতরন করা হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..