জকিগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৮

জকিগঞ্জে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ী আটক

জকিগঞ্জ প্রতিনিধি :: সিলেটের জকিগঞ্জ উপজেলার পিল্লাকান্দি থেকে ২৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আব্দুল হক(৩৫) ও ৭শত ৫০ পিছ ইয়াবাসহ আয়নুল হক (১৮) কে আটক করা হয়েছে।

পুলিশের হাতে আটককৃত মাদক ব্যবসায়ী উপজেলার পিল্লাকান্দি গ্রামের আসদ্দর আলীর পূত্র আব্দুল হক। বিজিবির হাতে আটক মাদক ব্যবসায়ী উপজেলার পৌরসভা এলাকার মাইজকান্দি গ্রামের বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে গত মঙ্গলবার (১০জুলাই) রাত ৮ টার দিকে তার নিজ এলাকা পিল্লাকান্দি থেকে জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরোজ তারেকের নেতৃত্বে একদল পুলিশ আব্দুল হক কে আটক করে।

এ বিষয়ে জকিগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরোজ তারেকের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাকে আদালতে পাঠানো হয়েছে এবং মাদক নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

এদিকে জকিগঞ্জ থানা পুলিশের এসআই কল্লোল গোস্বামী জানান সোমবার মাইজকান্দি গ্রামে সিলেটের মাদক নিয়ন্ত্রণ অধিদফতর অভিযান চালিয়ে ইয়াবাসহ আয়নুলকে আটক করে।এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..