জনসংখ্যা নিয়ন্ত্রনে মাঠকর্মীদের আরো আন্তরিক হতে হবে : বিশ্বজিত কুমার পাল

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৮

জনসংখ্যা নিয়ন্ত্রনে মাঠকর্মীদের আরো আন্তরিক হতে হবে : বিশ্বজিত কুমার পাল

গোয়াইনঘাট প্রতিনিধি :: বাংলাদেশের জনসংখ্যা আর পূর্বের অবস্থানে নেই । পরিবার পরিকল্পনা অধিদপ্তরসহ সকলের সহযোগিতায় জনসংখ্যা বৃদ্বির হার হ্রাস পেলেও সিলেটের গোয়াইনঘাটে এর ব্যাতিক্রম । এর মধ্যে গোয়াইনঘাটে জনসংখ্যা বৃদ্বির হার বেশী । মাঠ কর্মীরা নিয়মিত কাজ করলেও আমরা কাঙ্খিত ফলাফল পাচ্ছিনা । সরকারের সকল সুযোগ সুবিধা সেবার জন্য থাকলেও মাঠ পর্যায়ে উদবুদ্ধ করনের ঘাটতি রয়েছে ব্যাপক। এ ব্যাপারে কর্মীদের আরোও নিষ্টাবান ও আন্তরিক ভাবে কাজ করতে হবে। গোয়াইনঘাটে বিশ্ব জনসংখ্যা দিবসের র‌্যালি শেষে আলোচনা সভায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল এসবকথা বলেন। ১১জুলাই দুপুর সাড়ে ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পঃপঃ অফিসার মহিতুস মজুমদারের সার্বিক ব্যবস্থাপনায় এমওএমসিএইচ এফপি ডাঃ নুরজাহান বেগম (হাসি)’র সভাপতিত্বে ও উপজেলা পঃ পঃ সহকারী শিবেন দাসের পরিচানায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডঃ রেহান উদ্দিন,শ্রেষ্ট কর্মীর পক্ষে বক্তব্য রাখেন এফপিআই আব্দুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলী হোসেন,এফআইভিডিভি গোয়াইনঘাট উপজেলা সমন্ময়কারী মুহিবুল করিম,আব্দুল মালেক পরিসংখ্যানবিদ ইউএইচসি গোয়াইনঘাট,শাহজাহান সিদ্দিক,নুর আহমদ,হোসেন আলী,আব্দুল্লাহ আল জোবায়ের,আখরাকুল আম্বিয়া,মুস্থাফিজুর রহমান,রেনুওয়ারা বেগম,আজগর আলী সর্দার,রুমি ইয়াং ইউং প্রমূখ। পরে অতিথি বৃন্দ পরিবার পরিকল্পনা অদিধপ্তরের শ্রেষ্ট মাঠ কর্মীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন। সভাপূর্বে উপজেলা চত্বর থেকে ইউনও’র নেতৃত্বে এক বর্নাঢ্য র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..