বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বিশ্বনাথে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিআরডিবি হল রোমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ-জোহরা’র সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম খান’র উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহিন, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, খাজাঞ্চী ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান, শিক্ষা অফিসার মহিউদ্দিন আহমদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম ভূইয়া। বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনার পরিদর্শিকা নিলিমা রাণী দাস, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্বাস আলী, পরিবার কল্যাণ সহকারী শংকরী রাণী চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান রায়, জেসিস’র উপজেলা কো-অডিনেটর শিল্পী রাণী দে, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সদস্য নূর উদ্দিন, সাংবাদিক জাহাঙ্গীর আলম খায়ের, আশিক আলী, ইউপি সদস্য জহুর আলী, আমির উদ্দিন, ফজর আলী, হেলাল মিয়া, শাহ নেওয়াজ চৌধুরী সেলিম প্রমুখ।
Sharing is caring!