গোয়াইনঘাটে ৩শত জন প্রান্তীক কৃষকের মধ্যে সরকারী বীজ বিতরণ

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জুলাই ১১, ২০১৮

গোয়াইনঘাটে ৩শত জন প্রান্তীক কৃষকের মধ্যে সরকারী বীজ বিতরণ

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাটে আমন/২০১১-১৮ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তীক কৃষকদের ১ কেজি করে ব্রিধান ৫১বীজ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা মিলনায়তনে উপজেলার ৩শত প্রান্তিক কৃষকদের মধ্যে ১০কেজি বীজ বিতরন কালে গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বলেন বর্তমান সরকার কৃষিক্ষেত্রে বিপ্লবিক পরিবর্তন সাধন করতে সক্ষম হয়েছে। এবং সরকারী ভাবে বিনা মূল্যে কৃষকদের সকল প্রকার সহায়তা করা হচ্ছে। তিনি আরো বলেন সরকার কৃষকের কৃষিসেবা নিশ্চিৎ কল্পে সবধরণের উদ্যোগ গ্রহণ করেছে। সরকারী এসব সার,বীজ প্রদানে কোন ধরণের অনিয়ম,দুর্নীতি হলে তা কঠোরভাবে দেখা হবে। গতকাল গোয়াইনঘাটে উপজেলা মিলানায়তনে ৩শত প্রান্তীক কৃষকের মধ্যে উপজেলা পরিষদের অর্থায়নে বন্যা সহনশীল বীজ বিতরণকালে এ কথাগুলো বলেন। উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর গোয়াইনঘাট’র আয়োজনে কৃষি কর্মকর্তা জীবন কৃঞ্চ রায়’র পরিচালনায় ও উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পালের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদ’র মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম,উপজেলা কৃষিসম্প্রসারণ কর্মকর্তা তুষার শাহা,সুভাষ চন্দ্র পাল ছানা,উপ-সহকারী কৃষি কর্মকর্তা জয়নূর রশিদ’র তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টানের সূচনালগে ৫১/৫২চাষ সম্পর্কে বিস্থার আলোচনা করেন উপজেলা কৃষি অফিসার অনিছুজ্জামান প্রমূখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..