সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০১৮
আলী হোসেন,গোয়াইনঘাট :: দেশ স্বাধীন হওয়ার পর থেকে সুবিধা বঞ্চিত পুর্ব জাফলং ইউনিয়নের ইসলামপুর গ্রামবাসী একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্টার জন্য নানা মূখী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। কিন্তু কোন ভাবে তাদের লক্ষ্য পূরন হয়নি। অবশেষে স্থানীয় সংসদ সদস্য ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় সমর্স্পকিত সংসদীয় স্থায়ী কমিঠির সভাপতি ইমরান আহমদেও ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৫সালে বর্তমান সরকার ঘোষিত পনেরো শত প্রকল্পে আওতায় ইসলামপুর গ্রামে একটি সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্টার উদ্দ্যেগ গ্রহন করা হয়। স্থানীয় ব্যবসায়ী ও ইসলামপুর গ্রামের মরহুম হাজী আব্দুল হামিদ’র সুযোগ্য সন্তান আব্দুল্লাহ এ বিদ্যালয় প্রতিষ্টায় এগিয়ে আসেন। বিদ্যালয় প্রতিষ্টার জন্য আব্দুল্লাহ’র মাতা মাকসুদা খাতুন ৩০শতক মূল্যবান জমি দান করেন। ফলে আব্দুল্লাহ’র পিতা হাজী আব্দুল হামিদ এর নামে নাম করন করা হয় এ বিদ্যালয়টির। ২০১৬/১৭সালে স্থাপিত হয় বিদ্যালয়টির একাডেমিক ভবন। চলতি বছরের জানুয়ারী থেকে শুরু হয় পাঠদান কার্যক্রম। বর্তমানে এ বিদ্যালয়টিতে ১৩৪জন শিক্ষার্থী ও ডেপুটেশনে ৩জন শিক্ষিকা রয়েছেন। ভালোবাবে পাঠদান কার্যক্রম পরিচালিত হলেও নানা অসুবিদায় ভোগছেন এখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা। পাঠদান কার্যক্রম’র বছর পুর্তী সন্নীকটে হলেও এ বিদ্যালয়টিতে এখনো বিদ্যুৎ লাইন সংযোগ করা হয়নি। এমনকি বিদ্যালয়টির দরজা,জানালা ও ডেক্স ব্্েরঞ্চে কোন প্রকার রংয়ের ছোয়া লাগেনি। বিদ্যালয়ের বারান্দা থেকে মাঠ অন্তত ৩/৫ফুট নিচে রযেছে। যার কারনে কোমলমতি শিক্ষার্থীরা খেলাধুলা করা তো দুরের কথা হোচট খাচ্ছেন নিয়মিত।
সরেজমিনে গেলে স্থানীয় শিক্ষার্থীদের অভিবাকরা জানান,এ বিদ্যøয়টির একাডেমিক ভবনের সাথে প্রতিঠি বিষয় সর্ম্পকিত থাকলেও ঠিকাদারের গাফিলতির কারনে কোমলমতি শিক্ষার্থীরা ক্রমাগত এ দূর্ভোগ পুহাতে হচ্ছে। এ ব্যাপারে ঠিকাদারী প্রতিষ্টান তানবির ট্রেডার্স’র থেকে সাব ইজারাদার শাহজাহান বলেন শর্তানুযায়ী এক বছর পরে উল্লেখিত বিষয়ের কাজ সমাপ্ত করা হয়। আব্দুল হামিদ সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিঠির সভাপতি মোঃ আব্দুল্লাহ জানান, আব্দুল হামিদ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রািতষ্টার মাধ্যমে ইসলামপুর গ্রামবাসীর দীর্ঘ দিনের স্বপ্ন বাস্থবায়ন হয়েছে। নিজেকে এ বিদ্যালয় প্রতিষ্টায় সম্পৃক্ত রাখতে পেরে ধন্য মনে করছি। দরজা,ডেক্স,ব্রেঞ্চ ইলেকট্রিক ও মাঠভরাট কার্যক্রম ঠিকাদারী প্রতিষ্টানের গাফলতির কারনে এখনো সম্পন্ন হয়নি। ফলে কোমলমতি শিক্ষার্থীরা নানা রকম দূর্ভোগ পোহাচ্ছেন। এ ব্যাপরে উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন,পরির্দশন পুর্বক এ বিদ্যালয়টির সকল সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd