সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০১৮
সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম-সম্পাদক ফাহিম রহমান মৌসুমের বাসায় পুলিশী তল্লাশি ও পরিবারের সদস্যদের সাথে অসৌজন্যমুলক আচরণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সিলেট সিটি নির্বাচনে ধানের শীষের প্রচারনায় বাঁধা ও জনগণের মনে ভীতি সৃষ্টি করার লক্ষেই আওয়ামীলীগ পুলিশী ন্যাক্কারজনক ভাবে নেতা-কর্মীদের বাসা-বাড়িতে তল্লাশি চালাচ্ছে। পুলিশের অহেতুক হয়রানী, ওয়ারেন্ট মামলা না থাকা স্বত্বেও নেতাকর্মীদের বাসাবাড়িতে গিয়ে তল্লাশী না করার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিবৃতিদানকারী নেতৃবৃন্দ হলেন, জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদ্বীপ জ্যোতি এষ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd