সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রানাপিং সৎখন্ডে চাচাত ভাইয়ের হাতে চাচাত ভাই হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার সন্ধা ৬ টার দিকে এ ঘটনা ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের রানাপিং সৎখন্ড গ্রামে । নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত আসাব উদ্দিনের ছেলে আতিকুর রহমান (৭০)।
এলাকাবাসী ও পুলিশ জানায়, শনিবার সকাল থেকে দা নিয়ে গুরতে থাকে নিহত আতিকুর রহমানের চাচাত ভাই, মৃত মুমিন্দ আলী (সারং) এর ছেলে জহিরুল ইসলাম(৩৫)। সন্ধা ৬ ঘটিকার সময় আতিকুর রহমান রানাপিং বাজারের মনওয়ারা ম্যানশনের সামনে বসা ছিলেন। হঠাৎ দা দিয়ে জহিরুল আতিকুর রহমানের মাথায় কুপ দিলেই তিনি মাটিতে লুটিয়ে পড়লে আর ও কয়েকটি কুপ দিয়ে পালিয়ে যায়। এবং সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই আতিকুর রহমান মৃত্যুর কূলে ঢলে পড়েল। তবে এলাকাবাসী বলছেন জহিরুল ইসলাম কিছুটা মানুষিক রুগী ছিলেন। এ ঘটনার পর জহিরুল পালাতক রয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি ফজলুল হক শিবলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘লাশ পুষ্টমেটামের জন্য মেডিকেলে রাখা হয়েছে। এ ব্যাপারে এখন ও কোন মামলা করা হয়নি।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd