বিশ্বনাথে ‘জাগরণ সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক সম্পন্ন

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৮

বিশ্বনাথে ‘জাগরণ সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক সম্পন্ন
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ ‘জাগরণ সমাজ কল্যাণ সংস্থা’র অভিষেক অনুষ্ঠান বৈরাগীবাজার বণিক কল্যাণ সমিতির কার্যালয়ে শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান। তিনি বলেন, নিজের মধ্যে প্রতিযোগীতা নয়, সমাজকে ভালো কিছু উপহার দিতে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনাকে নিজেদের বুকে লালন করে সততা ও নিষ্ঠার সাথে পালন করতে হবে নিজেদের উপর অর্পিত দায়িত্ব।
জাগরণ সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোশারফ আলীর সভাপতিত্বে এবং সহ সভাপতি মুনসুর আহমদ ও আলীম উদ্দিনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমাজসেবক ও সালিশ ব্যক্তিত্ব শফিকুর রহমান বাবুল, শিক্ষানুরাগী ও সমাজসেবক অরবিন্দু দাশ, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের প্রভাষক আবদুর রশিদ, পালেরচক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম হেকিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের অর্থ সম্পাদক আমিনুর রহমান ইমরান ও স্বাগত বক্তব্য রাখেন সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী ও সমাজসেবক হাজী আবদুল গফুর, ছমরু মিয়া, সোনা মিয়া, মকদ্দুছ আলী, আবদুস শহিদ, নূর উদ্দিন, ডাঃ হোসেন আহমদ, সংগঠক জনি দাশ, নূর উদ্দিন, সংস্থার সাধারণ সম্পাদক মুজাহিদ আলী, যুগ্ম সম্পাদক দেবাশিষ দাশ রিংকু, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম রহমত, অর্থ সম্পাদক আমিনুর রহমান ইমরান, প্রচার সম্পাদক তাজুল ইসলাম, অফিস সম্পাদক মিলাদ হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক নূরুল হোসেন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শিপন আহমদ, ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ, স্কুল বিষয়ক সম্পাদক সূদ্বীপ সূত্রধর, পাঠাগার সম্পাদক সাইফুল ইসলাম, নির্বাহী সদস্য আশিকুর রহমান লায়েক, জয়নাল আহমদ প্রমুখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..