সিলেটে টিলা কাটার অভিযোগে জব্ধ এক্সভেটর মেশিন, মামলার প্রস্তুতি

প্রকাশিত: ৩:০৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৮

সিলেটে টিলা কাটার অভিযোগে জব্ধ এক্সভেটর মেশিন, মামলার প্রস্তুতি

স্টাফ রিপোর্টার :: জৈন্তাপুরের চিকনাগুল ইউনিয়নের শুক্রবারি বাজার টিলা (পাহাড়) কাটার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে জৈন্তাপুর উপজেলা প্রশাসন । শনিবার (১৪) জুলাই বেলা আড়াইটার দিকে এ অভিযান পরিচালনা করা হয় । অভিযানকালে সরেজমিন থেকে টিলা (পাহাড়) কাটার একটি এক্সেভেটর মেশিন জব্ধ করা হয় । পাশাপাশি প্রায় এক একর টিলা (পাহাড়) পরিবেশ বিধ্বংসির হাত থেকে রক্ষা করে প্রশাসন । এ অভিযানের নেতৃত্ব দেন জৈন্তাপুর ভুমি অফিসার এসিল্যান্ড মনতাশির হাছান।

জানা গেছে, দীর্ঘ প্রায় মাসখানিক থেকে নির্বিচারে শুক্রবারি বাজার এলাকায় টিলা কেটে ধ্বংসযঞ্জ চালাচ্ছে ঠাকুরের মাটি গ্রামের মতিউর রহমান(৩৮)। স্থানীয় এলাকায় সে একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে রাজি নয় । তার বিরুদ্ধে যে বা যারা কথা বলে তারা হামলা-মামলা শিকার হন । কিন্তু সেই জল্পনার অবসান ঘটল আজ শনিবার । ভুমি অফিসার (এসিল্যান্ড) মনতাশির হাছান’র নেতৃত্বে একদল চৌকুস পুলিশ নিয়ে শুক্রবারি বাজারের পূর্ব দিকে অবস্থিত আবুল হোসেনের টিলায় অভিযান পরিচালনা করলে সরেজমিন থেকে একটি এক্সেভেটর মেশিন জব্ধ করা হয়।

এদিকে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মতিউর রহমান’র বিরুদ্ধে পরিবেশ বিধ্বংসি টিলা (পাহাড়) কাটার অভিযোগে আরো একাধিক মামলা রয়েছে । কিন্তু সেই মামলাগুলো থেকে সে জামিনে বের হয়ে ফের এই ধ্বংসযঞ্জ চালাচ্ছে ।

এব্যাপারে জৈন্তাপুর ভুমি অফিসার এসিল্যান্ড মনতাশির হাছানের সহীত মুটোয়ফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মতিউর ও আবুল হোসেনের বিরুদ্ধে টিলা (পাহাড়) কাটার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..