সিলেটে ভাসুরের হাতে গুরুতর আহত রেবিন বেগম

প্রকাশিত: ১১:৫১ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০১৮

সিলেটে ভাসুরের হাতে গুরুতর আহত রেবিন বেগম

ক্রাইম ডেস্ক :: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ছোট ভাই শরিফ আহমদের স্ত্রী রেবিন বেগম (৩০) এর উপর হামলা চালিয়েছেন ভাসুর শামসুদ্দিন। হামলায় রেবিন বেগম গুরুতর আহত হন। রোববার (১৫ জুলাই) বিকেলে উপজেলার নোয়াগাঁও গ্রামে তার নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। শশুরালয়ে ভাসুর শাসুদ্দিন, স্ত্রী রোকেয়া বেগম, ছেলে মাহফুজ আহমদ কর্তৃক ধারালো অস্ত্র দিয়ে রেবিন বেগম মাথায় আঘাত করেন। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী হাসপাতালের ৪র্থ তলার ৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, রোববার বিকেলে শরিফ আহমদের স্ত্রী রেবিন বেগম নিজ বসভিটার গাছ কাটতে বাঁধা দেন রেবিন। তার বাঁধার মুখে ক্ষিপ্ত হয়ে শামসুদ্দিন, তার স্ত্রী রোকেয়া বেগম ও ছেলে মাহফুজ আহমদ তাকে বেধরক মারধর শুরু করে। এক পর্যায়ে শামসুদ্দিন দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন। এতে গৃহবধূ রেবিন গুরুতর ও গভীরত আহত হন। এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন রেবিনকে তাদের হাত থেকে উদ্ধার করে প্রথমে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশংকাজনক হলে তাকে তাৎক্ষণিক সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে রেবিন অবস্থা আশংকাজনক। এর আগেও কয়েকবার তার ভাসুররা তাকে মারধর ও নির্যাতন করেছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..