মো. আবুল কাশেম, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৩টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শুণ্য রয়েছে। এতে উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পরিচালনায় ব্যাঘাত ঘটছে। জনসংখ্যার তুলনায় উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা অনেক কম। যেগুলো আছে সেগুলোও নানান সমস্যায় জর্জজড়িত। বিদ্যালয়গুলিতে যেমন রয়েছে অবকাঠামোগত সমস্যা, তেমনি রয়েছে ডেস্ক-বেঞ্চসহ আসবাবপত্রের সমস্যা।
শিক্ষা অফিস সূত্রে জানাযায়, উপজেলায় সরকারি ১৩০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এরই মধ্যে সরকারি ৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। ফলে ভারপ্রাপ্ত শিক্ষক দিয়ে চলছে বিদ্যালয়ের সকল কার্যক্রম।
জানাগেছে, উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিশ্বনাথের স্থানীয়দের বাদ দিয়ে বহিরাগতরা প্রাথমিক শিক্ষক নিয়োগ পাচ্ছেন। আর নিয়োগ পাওয়ার কিছু দিন পর তারা আবার নিজ নিজ সুবিধামতো এলাকায় চলেও যান। এতে করে উপজেলার প্রাথমিক বিদ্যালয় গুলোতে সব সময়ই শিক্ষক সংকট লেগেই থাকে। উপজেলার ৪৩টি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন থেকে রয়েছে প্রধান শিক্ষকের শূন্য। বিদ্যালয়গুলিতে যেমন রয়েছে অবকাঠামোগত সমস্যা, তেমনি রয়েছে ডেস্ক-বেঞ্চসহ আসবাবপত্রের সমস্যা।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে প্রধান শিক্ষক শূণ্য বিদ্যালয়গুলো হল-উপজেলার শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিরেরচর-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাইয়া কাউড় ধীতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইলামেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, দোহাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়, টুকেরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফুলচন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চারিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাখরীকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশপাইকা আনরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশপাইকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মিয়াজানেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংরাওলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচরাকেলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, চৈতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধরারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, দ্বীপবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মঙ্গলগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মজলিশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পঞ্জগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজী আর্শদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহজালাল পল্লী পরিষদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মটুককোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূব শ্বাসরাম আবক্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাড়–য়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কামিলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব আবদুছ মতলিব চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব শ্বাসরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হেকুরাগা পাঠানচক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বিভিন্ন বিদ্যালয় পরিচালনা কমিটির একাধিক সদস্য বলেন, বিদ্যালয়ে প্রধান শিক্ষক না থাকায় শিক্ষাখাতে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে। দ্রুত যেন বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।
উপজেলা শিক্ষা অফিসার মহি উদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।
Sharing is caring!