সিলেট ১২ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ | ১১ই রমজান, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৭, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক :: শ্রীমঙ্গল উপজেলার লালবাগ এলাকার মাদক ব্যবসায়ী, ও মাদক সেবনকারী ডাকাত রোকন বাহীনির হামলায়, হলিসিলেটের নির্বাহী সম্পাদক এস, এম, জহুরুল ইসলাম গুরুত্বর আহত। ১৬ জুলাই সোমবার সকাল ৮ টার সময় এ ঘটনা ঘটে। সোমবার সকাল ৮ টায় তার ভাগিনাকে স্কলার্স হোম স্কুলে পৌছে দিয়ে বাসায় ফেরার পথে ঈদগাহ সাপ্লাই রোড, পয়েন্টের গুল চত্তরে আসা মাত্র, আগে থেকে ওৎ পেতে থাকা সি এন জি থেকে নেমে এক দল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে প্রাণে হত্যার উদ্যেশ্যে সাপ্তাহিক হলি সিলেট পত্রিকার নির্বাহী সম্পাদক এস, এম, জহুরুল ইসলামের উপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি হামলা থেকে নিজেকে রক্ষার জন্য তিনি চিৎকার করিলে কিছু পথচারি লোকজন দৌড়াইয়া আসিলে এ সময় সন্ত্রাসীরা সি এন জি যোগে পালিয়ে যায়। তখন জহুরুল রক্তাক্ত জখম অবস্তায় অজ্ঞান হয়ে রোডের পাশে মুমৃর্ষ অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারি লোকজন তাকে ওসমানি হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যায়।এবং কর্তব্যরত ডাক্তার তার চিকিৎসা প্রদান করেন । সাংবাদিক জহুরুল ইসলাম জানান, ডাকাত রোকনের বাহীনির বিরুদ্ধে স্থানীয় পত্রিকায় একাধিক নিউজ করায় সন্ত্রাস রোকন বাহীনি এ হামলা করেছে বলে তিনি জানান। এ ঘটনার পৃর্বে এস, এম, জহুরুল ইসলাম কে একাধিক বার মোবাইল ফোনে রোকন প্রানে মারার হুমকিও দেয় এবং সাংবাদিক জহুরুল ইসলাম তার নিরাপত্তার জন্য ঘটনার আগের দিন সিলেট কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়রী করেন।ডায়রী নং১০১০-১৫/৭/২০১৮। সন্ত্রাস রোকন তার বাহীনির নিয়ে পৃর্ব পরিকল্পনা অনুযায়ী সাংবাদিক জহিরুল ইসলামের উপর এ হামলায় চালায়। ডাকাত রোকন শ্রীমঙ্গল উপজেলার লালভাগ,গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে। একাধিক চোরি ডাকাতি ও মাদকের মামলার আসামী। সে আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তার বিরুদ্ধে গাজাঁ, ইয়াবা, ব্যবসার ও সেবনের একাধিক অভিযোগ রয়েছে। ডাকাত রোকন চত্রুের ভয়ে এলাকার মানুষ দিশাহারা।তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস রাখেনা কোজ নিয়ে জানা যায় রোকন বেশ কয়েকটি ডাকাতি মামলার অভিযোগে জেল জরিমানাসহ থানায় ও কোর্টে রয়েছে একাধিক মামলা
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd