ওসমানীতে সাদেকের উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন বহিষ্কার

প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

ওসমানীতে সাদেকের উপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা সুজন বহিষ্কার

স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে (সিওমেক) নার্সেস এসোসিয়েশন সিওমেক শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের উপর হামলা এবং বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে আয়োজিত সভামঞ্চ ভাংচুরের ঘটনার সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ সুজনকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রয় সূত্রে জানা যায়, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মমিনুর রহমান সুজনকে সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত,বিশৃংখলা সৃষ্টি ও দলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুন্ন করার অপরাধে স্বেচ্ছাসেবক লীগ কার্যনির্বাহী সংসদের জরুরী সিদ্ধান্তে ১৭ জুলাই সুজনকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য, নার্সেস এসোসিয়েশনের উদ্যোগে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্যের সুযোগ না দেয়ায় সভা শেষ করার পর অতিথিরা মঞ্চ ত্যাগ করার পর এ হামলা চালানো হয়। মঙ্গলবার দুপুরে ওসমানী মেডিকেল কলেজে স্বেচ্ছাসেবকলীগ নেতা সুজন ও সাব্বিরের নেতৃত্বে এ হামলা চালানো হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..