সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ বলেছেন, পুলিশ ছাড়া আওয়ামীলীগ আমাদের জন্য মাত্র আধা ঘণ্টার ব্যাপার। দেওয়ালে পিঠ ঠেকে গেলে বিএনপি ঘরে বসে থাকবেনা।
বুধবার (১৮ জুলাই) বিকেলে আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও সাবেক মেয়র বদর উদ্দিন কামরানের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে অভিযোগ নিয়ে নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামানের কাছে দুইটি লিখিত অভিযোগ প্রদান কালে তিনি এমন মন্তব্য করেন।
লিখিত অভিযোগ দুইটি সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামানের হাতে তলে দেন বিএনপি মনোনীত প্রার্থী ও সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
লিখিত অভিযোগে আলী আহমেদ সিটি নির্বাচনের ভোট চলাকালীন সময়ে নগরীর ২০ নং ওয়ার্ড এ ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের দাবীও জানান। এছাড়াও সরকার বিভিন্নভাবে সিলেট বিএনপি নেতা-কর্মীদের বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে বলেও অভিযোগ তোলেন আলী আহমেদ।
লিখিত অভিযোগগুলো প্রদান কালে সেখানে উপস্থিত ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী ও সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সহ সভাপতি সালেহ আহমেদ খসরু, বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ সিদ্দিকী, মাহবুবুল হক চৌধুরী, মিফতাহ সিদ্দিকীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলী আহমেদ স্বাক্ষরিত এ অভিযোগগুলোর মধ্যে, শাহী ঈদগাহ আল্লাহু চত্বরে প্রকাশ্য রঙিন আলোকসজ্জার নৌকার রেপ্লিকা অপসারণ ও এর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের দাবী জানানো হয়।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে সিটি নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আলীমুজ্জামানে বলেন, নির্বাচনী আচরণবিধির দিকে আমরা সর্বদাই সজাগ দৃষ্টি রাখছি। সিলেট সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধ পরিকর।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd