গোয়াইনঘাটে মৎস্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন

প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০১৮

গোয়াইনঘাটে মৎস্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন

গোয়াইনঘাট,প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মৎস্য অধিদপ্তরের সংবাদ সম্মেলন অনুষ্টিত হয়েছে। বুধবার দুপুর ১১টায় মৎস্য কর্মকর্তার কার্যালয়ে গোয়াইনঘাটে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন গোয়াইনঘাট উপজেলা মৎস্য অধিদপ্তর কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান। মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান জানান, সারা দেশের ন্যায় আগামীকাল ১৯জুলাই থেকে ২৮জুলাই/১৮ পর্যন্ত সপ্তাহ ব্যাপী এ কার্যক্রম চলবে। বৃহস্পতিবার সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে। সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত এবং দুপুর ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সিলেট ৪-আসনের সংসদ সদস্য ও ডাক টেলি যোগাযোগ এবং তথ্য ও প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইমরান আহমদ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর শুভ উদ্ভোধন করবেন। অপর দিকে বুধবার জন সচেতনতার লক্ষ্যে সকাল ১০টা থেকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে উপজেলার প্রধান প্রধান হাট বাজারে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাইকিং করানো হয়েছে।

সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন ক্ষেত্র সহকারী উপজেলা মৎস্য অধিদপ্তর কর্মকর্তা আমিনুল ইসলাম, ক্ষেত্র সহকারী ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প(২য় পর্যায়)’র মোঃ শিহাব উদ্দিন প্রমূখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..