সিলেটে নির্বাচনী মাঠে প্রচারণায় নারী কাউন্সিলর প্রার্থীরা

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

সিলেটে নির্বাচনী মাঠে প্রচারণায় নারী কাউন্সিলর প্রার্থীরা

স্টাফ রিপোর্টার :: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত আসন – ২ এর প্রচার প্রচারণা । গত ১০জুলাই প্রতীক বরাদ্দ হওয়ার পর থেকেই সিলেট নগর জুড়ে ছেয়ে গেছে মাইকিং , পোস্টারও লিফলেটে । রাত দিন এক করে চলছে প্রার্থীদের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের গণসংযোগ ও প্রচারণা । মেয়র পদের প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদের প্রার্থী ও সংরক্ষিত আসন এর নারী কাউন্সিলর প্রার্থীরা প্রায় সমানে সমানে পা মিলিয়েছে । এর মধ্যে সংরক্ষিত আসনের নারী কাউন্সিলর প্রার্থীরা যার যার অবস্থান থেকে এক পায়ে দাড়িয়ে জন সাধারণের কাজ করতে আর্শিবাদ ও ভোট চাচ্ছে নগরীবাসীর ভোটারদের কাছে । নির্বাচনে জয়ী হওয়ার আশার আলো দেখিয়ে ওরা নগরীর ওয়ার্ড বাসীর জন্য নানা প্রকার আশ্বাস দিয়ে যাচ্ছে অবিরত । এই প্রসংগে ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এর সংরক্ষিত আসন -২ এর ৭জন নারী কাউন্সিলর প্রার্থীদের সাথে কথা হয় প্রতিবেদকের । বিস্তারিত জানাতে পাঠকদের জন্য সংরক্ষিত আসন – ২ এর নারী কাউন্সিলর প্রার্থী সাতজনের পর্যায়ক্রমে তুলে ধরা হল । রুনা বেগম: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে স্ব-শিক্ষিত যোগ্যতা নিয়ে রুনা বেগম সংরক্ষিত আসন – ২ এর নারী কাউন্সিলর প্রার্থী হয়েছেন । ৪, ৫ ও ৬নং ওয়ার্ডে মোবাইল প্রতীক নিয়ে প্রচারণাকালে রুনা বেগম বলেন, ওয়ার্ডবাসীর অনুপ্রেরণায় সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত আসন – ২এর নারী কাউন্সিলর প্রার্থী হয়েছি । যত দিন বাচঁবো, ওয়ার্ডবাসীর কল্যাণে কাজ করে যাবো । এভাবে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত আসন ৯টিতে ভোট যুদ্ধে অংশগ্রহণ করেছে সংরক্ষিত আসন – ১কে ৭জন নারী কাউন্সিলর প্রার্থীরা। আগামী ৩০জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন । তাই ওরা নিজ শিক্ষা আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের পাশে দাড়ানো অঙ্গিকার করেছে । গণসংযোগকালে কথা হয় প্রতিবেদকের সাথে ১, ২ ও ৩ ওয়ার্ড এর সংরক্ষিত আসন – ১ এর নারী কাউন্সিলর প্রার্থীদের সাথে । আছিয়া বেগম: আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত আসন – ১ এর নারী কাউন্সিলর প্রার্থী আছিয়া বেগম । পড়াশোনা করেছেন ৮ম শ্রেণি পর্যন্ত । কিন্তু তাঁর মধ্যে রয়েছে জনসেবা মূলক দুর্দান্ত অভিজ্ঞতা । গেল ১০জুলাই হেলিকপ্টার প্রতীক হাতে পেয়ে প্রচারণায় মাঠে নেমেছে তিনি। এই সময় আছিয়া বেগম আনন্দের সাথে বলেন, জনসেবার কাজ করে সামনের পথে এগিয়ে যেতে চাই ওয়ার্ডবাসীকে নিয়ে । এই নির্বাচনে অংশগ্রহণ করা মানেই নগরায়নের উন্নয়নের কাজে হাত বসানো । তাই আমি নগরায়নের কাজ করে সমাজ থেকে অন্ধকার জগৎ ঘোঁচাতে চাই । দিলরুবা ইসলাম: ২০১৮সনের সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত আসন – ১এর নারী কাউন্সিলর প্রার্থী দিলরুবা ইসলাম । পড়াশোনা করেছেন ৮ম শ্রেণি পর্যন্ত । বই প্রতীক হাতে নিয়ে ভোট যুদ্ধে মাঠে নেমেছেন তিনি। এই সময় দিলরুবা ইসলাম বলেন, সমাজে অনেক দু:খ – দুর্দশা রয়েছে যা চোখে পড়া মতো । তাই আমি এই দুঃখ – দুর্দশা দুর করতে চাই । নগরীকে ডিজিটাল আর উন্নয়ন নগর গড়তে আমি আমার সাধ্যমত কাজ করব নগরীর সবাইকে নিয়ে । এজন্য প্রতীক হাতে নিয়ে গণসংযোগ করে যাচ্ছি । সালমা সুলতানা: পেশায় তিনি একজন আইনজীবী । আইনী শিক্ষাকে পুঁজি করে সমাজের নানা ধরণের সমস্যা দুর করতে চাই । তাই সালমা সুলতানা আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত আসন – ১ এর নারী কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন । চশমা প্রতীক হাতে নিয়ে ১, ২ ও ৩নং ওয়ার্ডে গণসংযোগকালে সালমা সুলতানা বলেন, নগরীকে উন্নয়ন করতে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন । তাই আইনী কিছু মেধা আর ওয়ার্ডবাসীর সহযোগিতা নিয়ে নগরীকে আধুনিক নগরায়ন গড়ে তুলতে চাই । রতœা বেগম: স্ব-শিক্ষিত জ্ঞান দিয়ে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত আসন – ১ এর নারী কাউন্সিলর প্রার্থী হয়েছেন রতœা বেগম । মোবাইল প্রতীক হাতে নিয়ে গণসংযোগকালে রতœা বেগম বলেন, মোবাইল হচ্ছে একে ওপরের সংযোগের মাধ্যম । তাই নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে নগরীকে উন্নয়ন করতে জনসেবা মূলক কাজ করতে চাই। পরস্পরের মধ্যে ভালোবাসা গড়ে তুলতে চাই । সন্ধ্যা লক্ষী দে: সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত আসন – ১ এর নারী কাউন্সিলর প্রার্থী সন্ধ্যা লক্ষী দে । ডলফিন প্রতীক হাতে নিয়ে গণসংযোগকালে আইনজীবী সন্ধ্যা লক্ষী দে বলেন, নির্বাচনে প্রার্থীতা হওয়া মানেই নিজেকে নগরবাসীর সেবাই নিয়োজিত করা । তাই ডলফিনের মতো আমিও মানুষের বন্ধু হতে চাই নগরীর জনসেবা মূলক কাজ করে । কোহিনুর ইয়াসমিন ঝর্ণা:আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত আসন – ১ এর নারী কাউন্সিলর প্রার্থী কোহিনুর ইয়াসমিন ঝর্ণা । পড়াশোনা করেছেন এইচ.এসসি পর্যন্ত । জীপ গাড়ী প্রতীক হাতে নিয়ে প্রচারণাকালে কোহিনুর ইয়াসমিন ঝর্ণা বলেন, আধুনিক যুগে সমাজে পরিবর্তন অবশ্যই প্রয়োজন । তাই আমি আধুনিক চিন্তা চেতনা নিয়ে সমাজের প্রতিটি মানুষের পাশে থেকে কাজ করতে চাই । আশা করি ওয়ার্ডবাসীর সহযোগিতায় আমি আমার লক্ষ্যে পৌছতে পারব ইনশাল্লা । মুক্তা চৌধুরী : সংরক্ষিত ১আসনের নারী কাউন্সিলর প্রার্থী মুক্তা চৌধুরী । পড়াশোনা করেছেন ১০ শ্রেণি পর্যন্ত । আনারস প্রতীক হাতে নিয়ে প্রচারণাকালে মুক্তা চৌধুরী বলেন, কাজ করতে চাই ওয়ার্ড বাসীর জন্য । ওয়ার্ডবাসী যদি আমায় গ্রহণযোগ্য মনে করেন তবে তাদের এক একটি ভোট নিশ্চিত হবে ইনশাল্লা । তবে আমি মিথ্যে আশ্বাস দেবোনা ওয়ার্ডবাসীকে । কাজ দিয়ে ওয়ার্ডবাসীকে প্রমাণ দিতে চাই ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..