গোয়াইনঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জুলাই ১৯, ২০১৮

গোয়াইনঘাটে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮  উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্ভোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পূনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে মিলিত হয়।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে ও পজিপ বিআরডিবি উপজেলা প্রকল্প কর্মকর্তা সুশান্ত কুমার দাস’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান।

এসময় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আফিয়া বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় মৎস্য সপ্তাহ ২০১৮ এর শুভ উদ্ভোধন করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল, আলীরগাও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, উপজেলা আওয়ামীলীগ নেতা সুবাস চন্দ্র পাল ছানা, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, সূচনা ওয়াল্ড ফিস এর ফিসারীজ ডেভেলপমেন্ট কর্মকর্তা মোঃ আলী আজম, উপজেলা যুবলীগের আহবায়ক, ফারুক আহমদ, নজরুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে সফল ৩ জন মৎস্য চাষির হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথি বৃন্দ।

উল্লেখ্য মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে উপজেলার প্রধান প্রধান হাট বাজারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মাইকিং করানো হয়। এছাড়া মৎস্য কর্মকর্তার কার্যালয়ে বেলা ২টায় গোয়াইনঘাটে কর্মরত সাংবাদিকদের নিয়ে এক সংবাদ সম্মেলন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ অহেদুজ্জামান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..