সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : হবিগঞ্জের নবীগঞ্জে নিপা দেব (২৪) নামে এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ জুলাই) দুপুরে ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত নিপা নবীগঞ্জ পৌর এলাকার মুরাদপুর গ্রামের অসীম ধামের স্ত্রী এবং হবিগঞ্জ সরকারি বৃন্দাবন কলেজের অনার্স চতুর্থ বর্ষের (ইতিহাস বিভাগ) শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, গোপনে নিপা দেব নিজ ঘরে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে তাৎক্ষণিক উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানানো হলে এসআই সুদীপ রায়ের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠান।
নবীগঞ্জ থানার ওসি এসএম আতাউর রহমান জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সে কি কারণে আত্মহত্যা করেছে সে সম্পর্কে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এছাড়াও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ পাওয়া যাবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd