সিলেট ২২শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৩শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৪৯ অপরাহ্ণ, জুলাই ২০, ২০১৮
স্টাফ রিপোর্টার :: পুলিশ জনগনের বন্ধু কথায় নয় বাস্তবে তার প্রমাণ। সিলেটের জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মায়নুল জাকিরের এমন মহানুভতি দেখে মুগ্ধ জৈন্তপুরবাসী মুগ্ধ পুলিশ থানার সকল পুলিশ সদস্যরা। আসলে ’মা’ কি জিনসি তা বুঝিয়ে দিলেন তিনি। জৈন্তাপুর থানার ওসি মায়নুল জাকির থানা থেকে বের হওয়ার সময় চোখে উনার চোঁখে পড়লো ওই বৃদ্ধা মাকে। তিনি দেখে সাথে সাথে গাড়ি থেকে নেমে বসে গেলেন ওই বৃদ্ধা মায়ের সামনে দেখেন ওই বৃদ্ধা মহিলা একজন মানসিক রোগী। ওর সাথে কথা বলছেন কথা বলছেন তিনি এবং যে ভালোবাসা দেখিয়েছেন। আশে পাশে থাকা সকল লোকজন অবাক হয়ে দেখেছেন। তিনি যে ভাবে ডেকেছেন আজকের সমাজে অনেকেই নিজের মাকে ডাকে না, শব্দ গুলো হল (মাগো ও মা তোমার বাড়ি কোথায়, মা যেন কি বলছেন কিছু বুঝা যায় নি। আবার বল্লেন ও মা মাগো তুমি খাওয়া দাওয়া করবেন, কি খাবেন নিয়ে আসবো) উনার এমন মহানুভবতা দেখে উপস্থিত সকল মুগ্ধ হয়ে অপলক দৃষ্টি তে থাকিয়ে থাকেন। তিনি উপস্থিত লোকজনসহ দেশবাসীকে দেখিয়ে দিলেন ’মা’ কাকে বলে এবং মাকে কি ভাবে সম্মান দিতে হয়। উপস্থিত জৈন্তপুর বাজারের ব্যবসায়ীরা ওসি মায়নুল জাকিরের উদ্ধেশ্যে বলেন, হাজারো সালাম জানাই স্যার আপনাকে, আপনার এই ভালোবাসাটুকু আমৃত্যু জৈন্তাবাসী স্মরন রাখবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd