দুই কর্মীর মুক্তির দাবিতে পুলিশ কমিশনারের কার্যালয়ে আরিফের অবস্থান

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৮

দুই কর্মীর মুক্তির দাবিতে পুলিশ কমিশনারের কার্যালয়ে আরিফের অবস্থান

ক্রাইম ডেস্ক :: সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে বিএনপির মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রচারণা চালানো দুই কর্মীকে আটকের অভিযোগ করেছেন আরিফ। তাদের মুক্তির দাবিতে উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তিনি।

শনিবার (২১ জুলাই) বেলা দেড়টা থেকে নগরীর উপশহরস্থ উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কার্যালয়ে সামনে অবস্থান নিয়েছেন।

এর আগে শুক্রবার রাতে আরিফের প্রচারণায় অংশ নেওয়া দুই কর্মীকে আটক করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়।

অভিযোগে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সিলেট নগরীর দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকা থেকে রাসেল আহমদ এবং সুমন আহমদ নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। তারা দুইজনই আরিফের পক্ষে প্রচারণা করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদ।তবে দক্ষিণ সুরমা থানা পুলিশ ওই দুই কর্মীকে আটকের বিষয়টি অস্বীকার করেছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..