সিলেট থেকে ঢাকাগামী এনা বাসের ধাক্কায় নিহত ৬

প্রকাশিত: ১১:৪৯ অপরাহ্ণ, জুলাই ২১, ২০১৮

সিলেট থেকে ঢাকাগামী এনা বাসের ধাক্কায় নিহত ৬

ক্রাইম ডেস্ক :: সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসের চাপায় পাঁচজন নিহত হয়েছেন। নিহতরা লেগুনার যাত্রী ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরো ১২ জন।

শুক্রবার (২০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে নরসিংদীর শিবপুর উপজেলার কোন্দরপাড়া ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গার্মেন্টস শ্রমিকেরা নরসিংদী জেলখানা এলাকার বেলানগর থেকে রায়পুরার মর্জাল এলাকায় যাচ্ছিলেন। এসময় সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী এনা পরিবহনের বাসটি লেগুনাটিকে ধাক্কা দেয়। এতে এ হতাহতের এ ঘটনা ঘটে।

নরসিংদী হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানান, ঘটনাস্থলে তিনজন ও হাসপাতালে নেওয়ার পরে আরো দু’জনের মৃত্যু হয়।

নিহতদের মধ্যে চারজনের নাম জানা গেছে। তারা হলেন, শরিফা বেগম (৪৫), আল আমিন হোসেন (১৬), শারমিন আক্তার নিশি (১৮), তাহিন আক্তার তাহিন (১৩)।

আর আহতদের মধ্যে রয়েছেন, সুমি (৬), কুলসুম (৩৫), তাসলিমা (১৪), কুলসুম-২ (৩৩)।

৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..