সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৫৬ অপরাহ্ণ, জুলাই ২২, ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জে যাত্রীবাহী পাহাড়িকা ট্রেনে ঢিল ছোড়ার অপরাধে আটক দুই যুবককে কারাগারে পাঠিয়েছে রেলওয়ে পুলিশ। আটক দুই যুবক হলেন- উপজেলার রামেশ্বরপুর এলাকার আফতাব মিয়ার ছেলে বিল্লাল মিয়া (২৭) ও উত্তর বানারসি এলাকার ইদন মিয়ার ছেলে বাবুল মিয়া (২৭)।
রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। এর আগে, শনিবার বিকেলে শমশেরনগর স্টেশন থেকে তাদের আটক করা হয়।রেলওয়ে পুলিশ জানায়, শনিবার বিকেল ৪টার দিকে শমশেরনগর স্টেশনের সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ঢাকাগামী পারাবাবত এক্সপ্রেস টেন দু’টি ক্রসিংয়ের সময় ওই দুই যুবক পাহাড়িকা ট্রেনকে লক্ষ্য করে ঢিল ছোড়ে। এসময় নিরাপত্তার কাজে নিয়জিত রেলওয়ের কর্মীরা তাদের সনাক্ত করে রাখেন। পরে শমশেরনগর স্টেশন থেকে তাদের আটক করে।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, আটক দুই যুবককে রেলওয়ের আইন অনুযায়ী আদালতের মাধ্যেমে কারাগারে পাঠানো হয়েছে। রেলওয়ে আইনে এ ধরনের কাজ মারাত্মক অপরাধ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd