বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে বাস গাড়ির ছাদ থেকে পা ছিটকে জুবেল মিয়া (২৬) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। সে উপজেলার পূর্ব শ্বাসরাম গ্রামের নুর আলী ছেলে। গতকাল রোববার দুপুর ২টায় উপজেলার বাগিছা বাজার এলাকা বগিরচক নামক স্থানে এঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার এসআই কাইয়ুম ইসলাম জানান, জগন্নাথপুর থেকে ছেড়ে আসা সিলেটগামী যাত্রীবাহী বাস গাড়িটি (ঢাকা মেটো-জ-১৪-১২২৩) বিশ্বনাথ উপজেলার বাগিছা বাজার এলাকার নামক স্থান এসে থামায়। এসময় বাস গাড়ির উপরে থাকা যাত্রীর মালামাল নামাতে গাড়ির ছাদ উপরে উঠেন হেলপার জুবেল মিয়া। এসময় তার পা ছিটকে সড়কে পড়ে যান। এতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন তিনি। পরে গাড়ির চালক আহত হেলপারকে উদ্ধার করে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
এব্যাপারে সিলেট-বিশ্বনাথ-জগন্নাথপুর বাস-শ্রমিক সভাপতি ফজর আলী মেম্বার বলেন, যাত্রীর মালামাল নামাতে গিয়ে গাড়ির ছাদ থেকে পড়ে হেলপারের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
Sharing is caring!